মাদারীপুরে ইয়াবা ট্যাবলেট সহ সোহেল(৩০) ও সুমন(২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার কুকরাইল থেকে তাকে গ্রেফতার করেন। মাদারীপুর জেলার সদর উপজেলার ছয়না গ্রামের সাহেব আলী ছেলে সোহেল ও একই গ্রামের সাইদুর মোল্লার ছেলে সুমন।
পুলিশ জানায়, মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মাদারীপুর এর একটি অভিযানিক টিম এসআই রামপ্রসাদ, সঙ্গীয় ফোর্স সহ গতকাল রাতে মাদারীপুর সদর থানা এলাকার কুকরাইল এলাকায় ছগির হাওলাদার এর মুদি দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোহেল ও সুমনকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে মাদারীপুর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছি। এ বিষয় থানায় মামলা প্রক্রিয়াধীন।
LN24BD