সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে
২২ জুলাই ঢাকার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে জামালপুরে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। শুক্রবার বাদ জুম্মা শহরের পুরাতন পৌরসভা মসজিদ গেইট এলাকায় এ লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রনজু, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা, সাধারণ সম্পাদক উমর ফারুক রিমন, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান প্রিন্স, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, শহর শ্রমিকদলের আহবায়ক হাবিবুর রহমান রতন, ওয়ার্ড যুবদলের আহবায়ক রাজু আকন্দ, যুগ্মআহবায়ক সাজু খান, সদর উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, জেলা তাতীদলের যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন ভুট্টুু, শ্রমিকনেতা রিপন, যুবনেতা সুইট, স্বেচ্ছাসেবক দলনেতা লিমন, সুজন, ছাত্রনেতা বাবু, উলামা দলের নেতা সরোয়ার আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া জামালপুর পৌরসভার প্রায় ৩৫টি মসজিদ সংলগ্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর
২১-০৭-২০২৩
০১৭২০১৩৩২৮২