Tuesday, July 1, 2025
HomeScrollingবিভাগীয় তারুণ্যের সমাবেশ জামালপুরে যুবদলের প্রস্তুতি সভা

বিভাগীয় তারুণ্যের সমাবেশ জামালপুরে যুবদলের প্রস্তুতি সভা

জামালপুর সংবাদদাতা।। 

ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর সদর উপজেলা শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহবায়ক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, বিশেষ বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আশরাফ ফারুকী হীরা ও সদস্য এডভোকেট সেলিম মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত এখন একদফা আন্দোলনের ডাক এসেছে। এই একদফা দাবি আদায়ে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, আগামী দিনে সরকার পতনের যে কোন আন্দোলনে বিএনপি জণগনকে নিয়ে রাজপথে থেকে সরকারের বিদায় জানাবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments