বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন- “বাজারে সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন এই সরকারের বাণিজ্য মন্ত্রী। আর এসব কথা বলেছেন শিল্প প্রতি মন্ত্রী। এক মন্ত্রী যখন আরেক মন্ত্রীর বিপক্ষে কথা বলে তখন আমাদের বলার কিছু নেই।”
এসময় তিনি আরো বলেন, “কাঁচা মরিচের বিষয়ে জাতি প্রধানমন্ত্রীর কথা অনুসরন না করায় এতো দূর্গতি।”
রোববার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মে মাসে রাজশাহীতে এক জনসভায় প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি ও জামালপুরের এক জনসভায় ভীতিকর বক্তব্য প্রদান করায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্মমহাসিচব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমসহ বিএনপি-জামাতের ৭ নেতার নামে গত ২৩ মে মামলা দায়ের করে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
মামলা প্রসঙ্গে বিএনপি নেতাদের আইনজীবী ফজলুল হক বলেন, ” মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন আসামীরা। এরপর রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হকের আদালতে হাজির হয়ে জামিন নামা জমার পর বিচারক জামিন নামা গ্রহন করে আগামী ১০ তারিখে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।