Tuesday, July 1, 2025
HomeScrollingকাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃতঃ

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃতঃ

 গোপালগঞ্জ সংবাদদাতা।। 

২৫জুন রবিবার সকাল ১০টা ৩০মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি বাস স্টান্ড নামক স্থানে দুই মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাফর সর্দার উপজেলাধীন সাজাইল ইউনিয়নের ছোটোখারকান্দী গ্রামের মৃত.আব্দুল সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাজায়, নিহত জাফর সর্দার মোটরসাইকেলে করে জয়নগর বাজার থেকে নিজ বাসস্থল ছোটোখারকান্দির উদ্দেশ্যে রউনা করেন। জয়নগর টু শিবগাতি বাস স্টান্ড বাইপাস সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা টু খুলনার দিক দিয়ে আসা অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে জাফর সর্দার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন এবং থানাপুলিশ’কে অবগত করেন । আহতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা সিএমএস এ প্রেরণ করেন। সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় আহত জাফর সর্দার ২৫জুন রবিবারেই বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ঘটনার তদন্তকারি কর্মকর্তা(এসআই) কামরুজ্জামান বলেন, জাফর সর্দার একজন অব.সেনাসদস্য জানতে পেরেছি। অব. সেনাসদস্যের অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা সিএমএস হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহত জাফর সর্দার রবিবার বিকালেই ঢাকা সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments