Wednesday, July 2, 2025
HomeScrollingসাংবাদিক নাদিম হত্যায় দুই আসামির স্বীকারোক্তি জবানবন্দি , ৬ আসামিকে কারাগারে প্রেরন

সাংবাদিক নাদিম হত্যায় দুই আসামির স্বীকারোক্তি জবানবন্দি , ৬ আসামিকে কারাগারে প্রেরন

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় চারদিনের রিমান্ড শেষে ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকারোক্তি করে জবানবন্দি দিয়েছেন। আদালত তাদের দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন।

এর আগে আদালত ৩ দিনের রিমান্ড শেষ হওয়া ৬ আসামিকেও কারাগারে পাঠান। এ নিয়ে কারাগারে গেল ১২ আসামি। গ্রেফতারকৃত ১৩ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর রিমান্ড এখনও শেষ হয়নি। তার ৫ দিনের রিমান্ড শেষ হবে আগামীকাল শুক্রবার।

চারদিনের রিমান্ড শেষে যেসব আসামি জেলহাজতে গেছেন তারা হলেন- বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মো. আনার আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. মিলন (২৫), নামাপাড়া এলাকার মৃত জহিরুল হকের ছেলে মো. তোফাজ্জল (৪০), একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. আইনাল হক (৫৫), কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম (২৬) ও একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির (৩৫)।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ ওই ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার (২১ জুন) ৩ দিনের রিমান্ড শেষে ৬ আসামিকে জেলহাজতে পাঠান আদালত। এছাড়া অভিযুক্ত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ৫ দিনের রিমান্ড শুক্রবার শেষ হবে বলে জানিয়েছে পুলিশ।

জেলা ডিবি পুলিশের (ওসি) আরমান আলী জানান, ‘সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ৬ আসামির ৪ দিনের জিজ্ঞাসাবাদ (রিমান্ড) আজ শেষ হয়েছে। তাদের মধ্যে মনিরুজ্জামান মনির ও রেজাউল ইসলাম নামে দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তারা সাংবাদিক নাদিম হত্যায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে চারদিনের রিমান্ড শেষ হওয়া ৬ আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments