Wednesday, July 2, 2025
HomeScrollingপলাশবাড়ীতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

গাইবান্ধা সংবাদদাতা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আশরুজ্জামান সম্রাট (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ জুন) দুপুরে এক অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসআই রাজু ইসলামের নেতৃত্বে পুলিশ টীম পৌর এলাকার বাঁশকাটা ব্র্যাক মোড় পয়েন্টে ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী আলম এন্টারপ্রাইজের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪২৪) তল্লাশিকালে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ। সম্রাট লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যকাদমা গ্রামের আজাহার আলী রাজার ছেলে বলে জানা যায়।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৬, তাং-২০/০৬/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments