Wednesday, July 2, 2025
HomeScrollingগ্রামীণ ব্যাংক জামালপুর যোনের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মাহমুদুল হাসান মুক্তা।।

“গাছে গাছে ভরবো দেশ-আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দীনের মহতি উদ্যোগে গ্রামীণ ব্যাংক কর্তৃক ২০২৩ সালে সারা দেশব্যাপী ২০ কোটি গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষে গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের ৫টি এরিয়ার ৫৬টি শাখায় মোট ৬ লাখ ৬৫ হাজার বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর যোনের যোনাল ম্যানেজার নারায়ণ চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন, জামালপুর যোনের যোনাল অডিট অফিসার গোলাম মোহাম্মদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর এরিয়ার এরিয়া ম্যনেজার মোহাম্মদ আবু সায়েম খাঁন, প্রোগ্রাম অফিসার মির্জা আবু আহম্মেদ আব্দুল্লাহ, মেলান্দহ এরিয়া ম্যানেজার মো. আনোয়ারুল হক, প্রোগ্রাম অফিসার কাজি মনিরুজ্জামান, সরিষাবাড়ি এরিয়া ম্যানেজার ফাহ্মিনা আক্তার পুষ্প, ধনবাড়ী এরিয়া ম্যানেজার মো. নুরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. কবির আহম্মেদ, মধুপুর এরিয়া ম্যানেজার চৌধুরী মো. আনোয়ারুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার মো. ফরহাদ মিয়া প্রমুখ।

প্রতিটি শাখায় ১১ হাজার ৮শ ৬৭টি গাছের চারা বিতরণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments