গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে ১৯ জুন সোমবার সকাল ১০ টায় স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সাংবাদিক ফজলুল হক দুদু,কবি,সাংবাদিক ও আবৃত্তিশিল্পী আমিরুল ইসলাম কবির,নরুল ইসলাম,সিরাজুল ইসলাম রতন,আশরাফুল ইসলাম,শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিলন মন্ডল, রবিউল ইসলাম,সহ অন্যান্যরা।
বক্তারা, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান।