Wednesday, July 2, 2025
HomeScrollingউন্নত আমন ধানের বিনা-১৭ ধানের বীজ বিতরণ

উন্নত আমন ধানের বিনা-১৭ ধানের বীজ বিতরণ

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩১ গাইবান্ধা-৩ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি’র নির্দেশনায় বিনা কর্তৃক উদ্ভাবিত উন্নত ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাত বিনা ধান-১৭ এর ২৫০০ কেজি বীজ ১২ জুন কৃষকদের মাঝে পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে বিতরণ করা হয়।

পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫০০’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব ধান বীজ দেয় হয়।

বীজ বিতরণ কর্মসূচীটি “বিনা”র গবেষণা কার্যক্রম গতিশীলকরণ প্রকল্পের অর্থায়নে সম্পাদিত হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন,ময়মনসিংহ প্রধান কার্যালয় বিনা’ পিএসও ড. মো. শহীদুল ইসলাম।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ ফাতেমা কাওসার মিশুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিনা রংপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন) ড. মোহাম্মদ আলী। এছাড়াও পলাশবাড়ী উপজেলা কৃষি অফিস এর সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।

এ বিনা-১৭ এর আমন ধানের উন্নত বীজ হেক্টর প্রতি প্রায় ৮ টন এবং বিঘা প্রতি ২২ থেকে ২৫ মন ফলন পাওয়া যাবে এবং ১’শ ৫ থেকে ১’শ ১৫ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যাবে বলে উপস্থিত কর্মকর্তাগণ গনমাধ্যম কর্মী ও কৃষকদের জানান

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments