Saturday, May 18, 2024
Homeঅপরাধহাজির হাওলা ব্যবসায়ী নুর আলম হত্যার দুই আসামী গ্রেপ্তার করেছে মাদারীপুর পুলিশ

হাজির হাওলা ব্যবসায়ী নুর আলম হত্যার দুই আসামী গ্রেপ্তার করেছে মাদারীপুর পুলিশ

জুলেল শাহাদাত, মাদারীপুর।।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজির হাওলা ব্যবসায়ী নুর আলম হত্যার দুই আসামী গ্রেপ্তার করেছে মাদারীপুর ডিবি পুলিশের সহয়তায় মাদারীপুর সদর থানা পুলিশ। একজনকে খাশেরহাট ও অন্যজনকে গোপালগঞ্জ থেকে মঙ্গলাবার রাতে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ব্যবসায়ী হাওলাদার মটরস এর মালিক নুরআলম হাওলাদার(৩৫)কে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ৫ দিন পর হত্যা মামলার আসামী যে হত্যার সাথে সরাসরি জরিত এবং পরমর্শদাতাসহ দুই জনকে আটক করেছে মাদারীপুর  পুলিশ। একজন দুই মাদারীপুর শহরের ২নং শকুনির সিরাজ মাতুব্বরের ছেলে তুহিন মাতব্বর 

সে নিজে কোপ দিয়েছে এবং তার সাথে অন্য যারা কোপ দিয়েছে তাদের নাম বলেছে।

অন্যজন দুই শকুনি ধলু চৌকিদারের ছেলে সজীব চৌকিদার যে মিটিং করার সময় ছিল বলে স্বীকার করেছে

এর আগে হত্যার মামলার প্রধনা আসামী মওলা চোকিদার (৫০)গত রবিবার গ্রেপ্তার করা হয়। মামলা করা কর হয় গত ৩১মে এবং হত্যার মামলার আসামী করা হয় হয়েছে ২৪ জন।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মো. বদরুল আলম মোল্লা জানান,

মাদারীপুর ডিবি পুলিশের সহায়তায় ৫ দিনের মধ্যে হাজির হাওলার নুর আমিন মার্ডারে অংশ নেওয়া আসামি পরামর্শ দাতাসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে এবং আজই আদালতে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আমি চাই বন্ধ হোক মাদারীপুরের এই কোপাকুপির সংস্কৃতি। বাকি আসামীদের গ্রেপ্তার করার আপ্রাণ চেস্টা চলছে।

উল্লেখ্য, পুর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ব্যবসায়ী হাওলাদার মটরস এর মালিক নুরআলম হাওলাদার(৩৫) গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহরে পাবলিক লাইব্রেরী সংলগ্ন হাওলাদার মটরসেরে দোকানে কুপিয়ে হত্যার চেস্টা করেছে প্রতিপক্ষরা। এরপরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মধ্য রাতে তার মৃত্যু হয়। এরপর পরই এলাকায় চোকিদার ও চোকিদার বংসের সাথে যার জরিত  বাড়ীতে ভাংচুর ও আগুন দিয়েছে বলে অভিযোগ রয়েছে। নিহত নুর আলম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজিরহাওলা এলাকার আলালউদ্দিন হাওলাদারের ছেলে।
নুরআলম হাওলাদারের পরিবার জানায়, এলাকায় পুর্বশুত্রুতার জেরে আার আগেও তাকে হত্যার চেস্টা করা হয়েছিল। কিন্ত দোকানে বৃহস্পতিবার একা পেয়ে দোকানে ঢুকে মওলা চোকিদার ও তার ছেলে রাসেল চোকিদারসহ কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্বক ভাবে জখম করেছে।এরপর তাকে মুমুর্ষ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থায় গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে মৃত্যু সংবাদ এলাকায় জানাজানি হলে হাওলাদাররা এলাকায়ার চোকিদারদের  বাড়ী ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। প্রায় ৮ ঘন্টা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আপ্রাণ চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। এবং এরপর আবারও পরদিন বিকালে কয়েকটি ঘরে আগুন দেয়া হয়। অন্যদিকে সদর সার্কেল মাদারীপুর ফেইসবুক পেইজে আগুনে পুড়ে যাওয়া ভিডিও ভাইরাল হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments