মাদারীপুরে ৪টি ফলের দোকান, ২টি কাচামালের দোকান ও ১টি মাছের দোকানে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার বিকালে মাদারীপুর সদর উপজেলার ইটেপুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই প্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলায় ইটেরপুল বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দোকানে ধার্য মূল্যের বেশী দামে ফল বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩টি ফলের দোকান, ১টি মাছের দোকান ও ২টি মাছের দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এবং তাদেরকে সতর্ক করা হয়।
MHS /ln24bd