Tuesday, July 1, 2025
HomeScrollingউন্নয়নশীলে উত্তরণে নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ: ব্রিটিশ হাইকমিশনার

উন্নয়নশীলে উত্তরণে নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ: ব্রিটিশ হাইকমিশনার

অনলাইন ডেস্ক।।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে উত্তরণে (এলডিসি গ্র্যাজুয়েশন) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

সোমবার দুপুরে সিলেটে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কেমন হবে এটি বাংলাদেশের নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী দলগুলোর ঐকমত্যের বিষয়। তবে বাংলাদেশের বন্ধু হিসেবে আমি মনে করি, এলডিসি গ্রাজুয়েশন ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়েছে, কিন্তু স্কিল নির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরো গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে ব্রিটিশ অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিইও কুলসুম হোসিন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন।

এ ছাড়া ভিডিও বার্তায় বক্তব্য রাখেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments