Thursday, May 16, 2024
HomeScrollingঢাকামুখী মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি ঘাটে

ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কাঁঠালবাড়ি ঘাটে

এমএইচএস, মাদারীপুর
কাঁঠালবাড়ি ফেরি ঘাটে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। একটি ফেরি ঘাটে আসার সাথে সাথে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে ফেরিতে উঠবে। যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ীর প্রতিযোগিতা দেখা যায় ফেরিতে উঠতে। শনিবার বেলা বাড়ার সাথে সাথে দক্ষিনাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষ ভীড় বাড়তে থাকে। দক্ষিঞ্চালের বিভিন্ন জেলার ঢাকামুখী মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন এবং ফেরিতে পদ্মা নদী পার হচ্ছেন। এদিকে যাত্রীচাপে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, নিজ এলাকায় ঈদ শেষে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত মানুষ ভোর থেকেই কাঁঠালবাড়ি ঘাটে এসে জমা হচ্ছে ফেরি পার হওয়ার জন্য। একটি ফেরি ঘাটে আসার সাথে সাথে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে কার আগে ফেরিতে উঠবে। যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ীর প্রতিযোগিতা দেখা যায় ফেরিতে উঠতে। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারনে ফেরি চলাচল মাঝে মধ্যে কিছুটা ব্যাহত হচ্ছে। তাছাড়া নৌরুটে প্রচন্ড ভীড় থাকায় যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকতে দেখা যায়নি। নৌরুটে বর্তমানে ১৭ টি ফেরির মধ্যে ১৫ টি ফেরি চলাচল করছে। যাত্রীরা যাতে ঘাটে কোন অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়ে সে জন্য কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আব্দুল আলীম বলেন, শনিবার বেলা বাড়ার সাথে সাথে দক্ষিনাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী মানুষ প্রচন্ড ভীড় বাড়তে থাকে। বিভিন্ন জেলার ঢাকামুখী মানুষ মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন। পদ্মায় পানি বৃদ্ধির কারনে ফেরি চলাচল মাঝে মধ্যে কিছুটা ব্যাহত হচ্ছে। ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে গাড়ী পার করা হচ্ছে। গাড়ীর পাশাপাশি সাধারণ মানুষের প্রচন্ড ভীড় রয়েছে ঘাটে।
ঘাটে দায়িত্ব পালন করা মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. আবির হোসেন বলেন, শনিবার সকাল থেকেই দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন যানবাহনে করে ভেঙে ভেঙে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন এবং ফেরিতে পদ্মা নদী পার হচ্ছেন। যাত্রীদের ফেরিঘাটে যাতে কোন ধরনের হয়রানি না হতে হয় সে জন্য আমরা তৎপর রয়েছি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাঁঠালবাড়ী ঘাটে ভ্রাম্যমান আদালত, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments