Monday, April 29, 2024
HomeScrollingরোববার থেকে চা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর

রোববার থেকে চা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক:

দৈনিক ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করা চা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আনুপাতিক হারে তাদের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানো হবে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে চা শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এ সময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের রোববার (২৮ আগস্ট) থেকে কাজে ফেরার আহ্বান জানান।

এদিকে ধর্মঘটের ১৪তম দিনেও দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা–সমাবেশ হয়েছে।

গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments