মাদারীপুর সংবাদদাতা।।
আম পাড়তে গাছে উঠে বিদ্যুতের তারে জরিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিশাদ হাওলাদার ১৮ নামে এক যুববকের মৃত্যু হয়েছে। নিশাদ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের হাজিরহাওলা গ্রামের বাদল হাওলাদারে ছেলে। শুক্রবার বিকালে
ঝাউদি ইউনিয়নের কুকরাইল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সাভির্স সুত্রে জানা যায়, বিকালে ঝাউদি ইউনিয়নের কুকরাইল এলাকায় জাহাঙ্গীর হাজীর বাড়ীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎতের তারের সাথে জরিয়ে ঝুলে থাকে পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎতের তারের সাথে জরিয়ে থাকা অবস্থায় থেকে নিচে নামিয়ে আনে এবং অতিসত্তর সদর হাসপাতালে নিয়ে আসে তবে হাসপাতালে আনার আগেই নিশাত নামে যুবকটি মারা যায়।
মাদারীপুুর ফায়ার সার্ভিসের স্টোশন অফিসার মো. আমজেদ হোসেন জানান, আমরা ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে নিশাত নামে এক যুবককে বিদ্যুৎতের তারে জরিয়ে থাকা অবস্থায় পাই এবং তাকে নিচে নামিয়ে আনা হয়। এবং সদর হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।