Monday, May 20, 2024
HomeScrollingইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্ট

ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক |

ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিখ বলেছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে বৃহস্পতিবার লিভিভে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব।

তিনি আরও বলেন, তারা তিনজন শুক্রবার কৃষ্ণসাগরের ওদেসা বন্দর পরিদর্শনে করবেন। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তির আওতায় সেখান থেকে পুনরায় খাদ্যশস্য রফতানি শুরু হয়েছে।

ইউক্রেন থেকে শস্যদানা রফতানি নিয়ে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান শস্যদানা রফতানিকারী দেশ ইউক্রেন থেকে শস্য রফতানি বন্ধ হয়ে গিয়েছিল। এতেে বিশ্বে খাদ্যসংকট দেখা দেয়। কোটি কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়ে। এ সংকট কাটাতেই দেশ দুটির মধ্যে এই চুক্তি হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments