করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালও। তার আগে গত সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয় উয়েফা।
সোমবার (২৩ মার্চ) রাতে দেওয়া ঘোষণায় আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও স্থগিত করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উয়েফা বলেছে, ‘ইউরোপে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে উয়েফা আনুষ্ঠানিকভাবে নিম্নলিখিত ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো ২০২০ সালের মে মাসে মাঠে গড়ানোর সূচি ছিল- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও উয়েফা ইউরোপা লিগ ফাইনাল।’
ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের নেতৃত্বে একটি দল সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছেন।