Sunday, May 19, 2024
HomeScrollingএকে একে দগ্ধ ৮ জনেরই মৃত্যু

একে একে দগ্ধ ৮ জনেরই মৃত্যু

অনলাইন ডেস্ক।

রাজধানীর উত্তরার তুরাগের কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে শাহিন (২৫) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়। তার মৃত্যুতে দগ্ধ আট জনের আরও কেউ বেঁচে রইলো না।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন।

তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৮ জনের সবাই মারা গেছেন।

মৃত শাহিনের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তিনি কামারপাড়া এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. হাসান আলী।

এর আগে, গত ৬ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে উত্তরা কামারপাড়া রাজাবাড়ি পুকুর পাড় এলাকায় বিস্ফোরণে আটজন দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা একে একে না ফেরার দেশে চলে যান ।

নিহত আটজন হলেন- গ্যারেজ মালিক গাজী মাজহারুল ইসলাম (৪০), রিকশাচালক মিজানুর রহমান (৩৫), শাহীন (২৫), নূর হোসেন (৫০), শফিকুল ইসলাম (৩০), মাসুম মিয়া (৩৫), আল আমিন (৩০) ও গ্যারেজের মিস্ত্রী মো. আলমগীর (আলম) (২৩)।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments