
জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের কুরুচিপূর্ণ বক্তব্য ও বিএনপি-জামাতের নৈরাজ্য এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা বলেন, বিএনপি-জামাত কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য বাংলার মানুষ মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রীকে তারা ষড়যন্ত্র করছে। আগামী দিনে এই তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান বক্তারা। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের জেলা, সদর ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
