Sunday, May 19, 2024
HomeScrollingপারমাণবিক বোমা তৈরির পথে ইরান

পারমাণবিক বোমা তৈরির পথে ইরান

অনলাইন ডেস্ক |

কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলার সক্ষমতা অর্জন করে ফেলেছে ইরান। আর এ কারণে উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, তেহরান কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারবে- বিষয়টি সত্যিই আমাদের উদ্বিগ্ন করছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তেহরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ইরান যেকোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে।

জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্র এ ব্যাপারে বেশ চিন্তায় আছে। কারণ ইরান এক বছরেরও কম সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার সক্ষমতা অর্জন করে ফেলেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ৬ পরমাণু শক্তিধর দেশের সঙ্গে চুক্তি হয় ইরানের। কিন্তু ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এ চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। মূলত এর পর থেকেই উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন শুরু করে ইরান।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রশাসন চুক্তিটি পুনরুজ্জীবিত করতে চাইছে। বিষয়টি নিয়ে ভিয়েনায় এক বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। তার মধ্যেই যুক্তরাষ্ট্র এই উদ্বেগ প্রকাশ করল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments