Monday, April 29, 2024
HomeScrollingবিএনপির আমলে ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো: ওবায়দুল কাদের

বিএনপির আমলে ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক |

বিএনপির আমলে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হতো বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তাতেই যেন আকাশ ভেঙে পড়েছে! বিএনপির আমলে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড প্রতিদিন রণক্ষেত্র ছিল। ফখরুল ইসলাম আলমগীর তো ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। ঢাকা কলেজ তার প্রিয় কলেজ, তার কথা একটু ভাবুন। বিএনপির আমলে কী অবস্থা ছিল? ঢাকা কলেজের আশপাশের অবস্থা, ভুলে গেছেন সেই কথা? সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে, ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রীমহল দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করার জন্য অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এমনকি তারা বঙ্গবন্ধু পরিবারের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে।

ষড়যন্ত্র, বাধা-বিঘ্নসহ নানা প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনা ভারসাম্যমূলক পলিসি নিয়ে বাংলাদেশকে আজ স্ট্যাবল করে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে স্থিতি ও স্বস্তি আছে। কোনো দেশ কি বাংলাদেশের মতো অবস্থান নিয়ে ভারসাম্যমূলক অবস্থায় আছে? বাংলাদেশের প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আজ সারা বিশ্বের বিস্ময়। বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রশংসা করে।

ওবায়দুল কাদের বলেন, আজ শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলে বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো আছে। ১৩ বছর আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ রাতে-দিনে পার্থক্য। কোথায় ছিল বাংলাদেশ, কোথায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments