Sunday, May 19, 2024
HomeScrollingঈদের নামাজ ঈদগাহ মাঠে হবে না’ মসজিদে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে-...

ঈদের নামাজ ঈদগাহ মাঠে হবে না’ মসজিদে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে- প্রেসিডিয়াম সদস্য, শাজাহান খান এমপি

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর।।
স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নামাজ পড়তে হবে এবং আর দুইদিন পরে ঈদ এই ঈদে ঈদের নামাজ ঈদগাহ মাঠে হবে না’ মসজিদে মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে- শুক্রবার সকালে মাদারীপুরের রাজৈরে মৌলভী আচমত আলী খান মিলনায়তনে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আ: লীগ প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি একথা বলেন।

তিনি আরও বলেন, ৩৩ ধরনের শ্রমিককে কর্মহীন সরকার অনুদান দিচ্ছে। এরপর ২৫শত টাকা করে টাকা দেয়া হচ্ছে এখন যারা পান নাই তারাও পাবেন। এই তালিকায় একটি সমস্যা দেখা দিয়েছে , আমাদের খাদ্যে ভেজাল এই তালিকাও ভেজাল দেখা দিয়েছে। একই নাম্বার একাধিক নামের পাশে পাওয়া গেছে। তাই সরকার সেটা যাচাই-বাছাই করে দেয়ার চেস্টা করছি।
শাজাহান খান আরও বলেন, ঈদে মসজিদে নামাজ পড়বেন কিন্ত কেউ কোলাকোলি করবেন না, কারো বাড়ী কেউ যাবেন না। কারন কার শরীরে করোনা আছে আমরা কেউ জানি না। তাই স্বাস্থ্যবিধি মেনে দুরুত্ব বজায় রেখে নামাজ আদায় করবো। করোনা থেকে দুরে থাকার চেস্টা করবো।

মাদারীপুরের রাজৈরে ২শত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিানে আ ফ ম ফুয়াদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া,রাজৈর পৌর মেয়র শামিম নেওয়াজ,রাজৈর থানার অফিসার ইনচার্জ শওকত জাহান এসময় প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল,আলু ১ কেজি,পোলাও চাল ১ কেজি আলু,সেমাই ২ প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া রাজৈর উপজেলা প্রশাসণের মাধ্যমে শতাধিক মসজিদের ইমামদের ঈদ উপহার সামগ্রী তুলে দেন এসময় উপজেলা প্রশাসণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments