Wednesday, July 2, 2025
HomeScrollingদৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরির সংখ্যা বাড়ানো হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক |

আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখী মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (১৩ এপ্রিল) স্পিডবোট নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে লঞ্চঘাট ও ফেরিঘাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ থেকে ২০টি ফেরি চলাচল করলেও ঈদের সময় এই রুটে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে। যাতে ঘরমুখী মানুষ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারে। এ ছাড়া পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেসব ঘাট ভাঙনের কারণে বন্ধ রয়েছে, সেগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

তিনি আরও বলেন, কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদে ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে পারাপার করা হবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান জানু মিয়া, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments