Sunday, May 19, 2024
HomeScrolling২ বছর পর ঈদুল ফিতরের জামাত জাতীয় ঈদগাহে

২ বছর পর ঈদুল ফিতরের জামাত জাতীয় ঈদগাহে

অনলাইন ডেস্ক |

চলতি ঈদুল ফিতরের নামাজ জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ বৈঠকের সভাপতিত্ব করেন।

আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে নামাজের এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো কারণে এ জামাত সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সভায় যথাযোগ্য মর্যাদা, ভাব-গাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত হয়।

গত ২ বছর করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

ধর্ম মন্ত্রণালয় মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ উপলক্ষে প্রতি বছরের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসলমান দেশের কূটনীতিকদের দাওয়াত দেওয়া হবে।

এছাড়া সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লেখা ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের সিদ্ধান্ত হয়।

ঈদুল ফিতরের রাতে নির্দিষ্ট সরকারি ভবন এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে। সারাদেশের বিভাগ,জেলা, উপজেলা, সিটি করপোরেশন,পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থার প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচির মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করবে।

ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র আশ্রয় কেন্দ্র, (সেইফ হোমস) ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে।

সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা জাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লাসহ দর্শনীয় বিভিন্ন স্থানে প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments