Saturday, July 5, 2025
HomeScrollingকোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া...

কোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন ডেস্ক |

জন্ম নিবন্ধনের ব্যাপারটা আমাদের কাছে বার্নিং ইস্যু উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জন্ম নিবন্ধন সনদ নতুন করে করা বা সংশোধনে কাউকে হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জন্ম নিবন্ধনের প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং কেউ হয়রানির শিকার না হয় সে জন্য আজ বসা।

তাজুল ইসলাম আরও বলেন, কোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া হবে না। জন্ম নিবন্ধনের ব্যাপারটা আমাদের কাছে বার্নিং ইস্যু। যে কারণে এ রকম ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমাদের এখানে নতুন করে সার্ভার বসানো হয়েছে। যে কারণে সিস্টেম শাট ডাউন ছিল। এখন চালু হয়েছে। ইউনিসেফ আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তারা নিজেরাই দেখভাল করছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments