Saturday, May 4, 2024
HomeScrollingরাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হলে ভারতকে চরম মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক |

ইউক্রেনে আগ্রাসন চালানোর পরও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ব্রিয়ান ডিসে বলেন, চলমান পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রাখায় যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার দেশটিকে সতর্ক করেছে।

হোয়াইট হাউস ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রিয়ান সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা—রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক তৈরির উদ্যোগ নিলে দেশটিকে চরম মূল্য দিতে হবে এবং এর ফলাফল হবে দীর্ঘমেয়াদী।’

তিনি আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে চীন ও ভারতের কিছু কিছু সিদ্ধান্তে আমরা অসন্তুষ্ট হয়েছি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দলিপ সিংয়ের ভারত সফরের পর যুক্তরাষ্ট্র দেশটিকে এমন সতর্কবার্তা জানালো।

দলিপ সিংয়ের সফর শেষে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি গণমাধ্যমকে বলেন, দলিপ সিং ভারতকে যা বলেছেন তা হলো, তারা যদি রাশিয়া থেকে জ্বালানি ও অন্যান্য পণ্য কেনার পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে তা দিল্লির স্বার্থের পরিপন্থী হতে পারে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments