Friday, May 3, 2024
HomeScrollingমুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা পেলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন

মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা পেলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন

 বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা ২০২২ পেলেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন। সোমবার (২৮মার্চ) বিকেলে রাজধানীর পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে ভারতের প্রতিষ্ঠিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সার্ক কালচারাল ফোরাম আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুই বাংলার গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আকরাম হোসেনকে গোল্ডেন অ্যাওয়ার্ড ও সম্মাননা পত্রটি প্রদান করা হয়। আলোচনা সভায়, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শেরে-ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারম্নন, চিত্রশিল্পী গবেষক লেখক অধ্যাপক ড. হীরা সোবাহান, পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব ড. অমল কানিত্ম রায়, শেরে-ই-বাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা ও পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খান, অ্যাডভোকেট রনজিৎ কুমার দত্ত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহা সচিব আর কে রিপন। এসময় দুই বাংলার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিকবৃন্দ, সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments