Thursday, May 9, 2024
HomeScrollingজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু ম্যুরালে নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জাগ্রত মুজিব’ উন্মোচন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয়, আমরা তা করবো।

পরে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী।

আলোচনা সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্যদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান প্রমুখ।

এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী নেত্রকোনা জেলা শহরের রাজুরবাজার এলাকায় প্রতিষ্ঠিতি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভূমি অধিগ্রহণসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments