চাঁদপুরের হাজীগঞ্জে হামলার শিকার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার বিকেলে তিনি হাজীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী রাজ লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সারা বাংলাদেশে যেখানে যেখানে এই হামলার ঘটনা ঘটেছে এটাতো বোঝাই যাচ্ছে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। সব জায়গায়ই চিহ্নিত করা হয়েছে অপরাধী কারা। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, বিদেশি শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা তদন্তের বিষয়, তবে বিদেশে বসে কোনো কোনো অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটিও খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রুহিদাস বণিকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।