Monday, May 6, 2024
HomeScrollingবোমারু মোতায়েন করছে তালেবান

বোমারু মোতায়েন করছে তালেবান

অনলাইন ডেস্ক।।

তালেবানরা আত্মঘাতী বোমারুদের একটি বিশেষ ব্যাটালিয়ন তৈরি করেছে যা আফগানিস্তানের সীমান্তে, বিশেষ করে, বাদাখশান প্রদেশে মোতায়েন করা হবে।

আফগানিস্তানের খামা প্রেসের খবরে বলা হয়, প্রদেশের ডেপুটি গভর্নর মোল্লা নিসার আহমদ আহমদী গণমাধ্যমকে উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশানে আত্মঘাতী বোমা হামলাকারীদের একটি ব্যাটেলিয়ন তৈরির কথা বলেছেন।

আহমদী বলেন, এই ব্যাটেলিয়নের নাম লস্কর-ই-মনসুরি (‘মনসুর সেনা’) এবং দেশের সীমান্তে মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, এই ব্যাটেলিয়ন সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো বাহিনীর মতোই।

‘এই ব্যাটেলিয়নের জন্যই যুক্তরাষ্ট্রের পরাজয় সম্ভব হয়েছিল। এই বাহিনীর সাহসী পুরুষরা বিস্ফোরক কোট পরে আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ ঘটাতো। আক্ষরিক অর্থেই এদের কোন ভয় নেই, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ করে’।

খামা প্রেস জানায়, লস্কর-ই-মনসুরির পাশাপাশি বদরি ৩১৩ নামের আরেকটি ব্যাটেলিয়নও রয়েছে, যারা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা সবচেয়ে সজ্জিত এবং আধুনিক সামরিক গ্রুপগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত।

খামা প্রেসের মতে, বদরি ৩১৩ সব আত্মঘাতী বোমা হামলাকারীদের নিয়ে গঠিত।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments