জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের উৎপাদন খরচের তুলনায় অনেক কম টাকা বিল নেওয়া হয়।
তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে আরও বেশি সংখ্যক জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য আরও কমিয়ে আনা সম্ভব হবে।
রবিবার সকালে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দেশের বিভিন্ন স্থানে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিদ্যুৎ যারা ব্যবহার করেন, তাদের সাশ্রয়ী হতে হবে। কারণ আমরা যে বিদ্যুৎ উৎপাদন করছি তার খরচ কিন্তু অনেক বেশি। কিন্তু আমরা গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য সেখানে ব্যাপকহারে ভর্তুকি দিচ্ছি। উৎপাদনের যে খরচ সেটা কিন্তু বিদ্যুৎ বিল হিসেবে আপনাদের দিতে হচ্ছে না।
তিনি বলেন, অনেক কম টাকা বিল নেওয়া হয়। সেক্ষেত্রে সকলকে একটু অনুরোধ করবো- বিদ্যুৎ ব্যবহারে আপনারা সচেতন হবেন। যখন লাগবে না নিজের হাতেই নিজের ঘরে বিদ্যুতের সুইচগুলো বন্ধ করে রাখবেন। তাতে বিলটাও কম আসবে, আপনাকেও টাকা কম দিতে হবে।
শেখ হাসিনা বলেন, আগামীতে দেশে বিদ্যুৎচালিত মেট্রোরেল চালু হবে। পর্যায়ক্রমে ভবিষ্যতে বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবস্থা সরকার করবে। বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদন হবে দেশে। রেল খাতটাকে ধীরে ধীরে বিদ্যুৎচালিত খাতে নিয়ে আসাসহ এ রকম ভবিষ্যতের বহু পরিকল্পনা তার সরকারের রয়েছে।
তিনি বলেন, ‘কাজেই বিদ্যুৎ সবসময় আমাদের লাগবে। অতীতের ৩ হাজার ২০০ মেগাওয়াট থেকে বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে দৈনিক ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট হয়েছে।’
জনগণের আর্থিক সংগতি ও ক্রয়ক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন একেবারে গ্রামের মানুষও টেলিভিশন, ফ্রিজ ব্যবহার করে। এমনকি এসিও ব্যবহার করে। অন্তত সেই সক্ষমতা আস্তে আস্তে বেড়ে উঠছে। সেটা আরও বেড়ে উঠুক সেটাই আমি চাই।
তিনি বলেন, ‘আমি ঘর থেকে বের হওয়ার সময় যেখানে দেখি অপ্রয়োজনীয়, সেখানকার বিদ্যুতের সুইচগুলো নিজের হাতেই অফ করি। গণভবনে বাস করলেও আমার নিজের অংশে বিদ্যুতের সুইচগুলো আমি অফ রেখে অভ্যাসটা ঠিক রাখি।’
এ সময় সরকার ভ্যাকসিন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং দেশের একজনও যাতে ভ্যাকসিন দেওয়া থেকে বাদ না পড়ে, সেজন্য যত ভ্যাকসিন লাগে সরকার সংগ্রহ করবে বলে জানান প্রধানমন্ত্রী।
এছাড়া অশুভ কোনো শক্তি যাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশকে যেন আবার সেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে পিছিয়ে দিতে না পারে, সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেন তিনি।