Wednesday, July 2, 2025
HomeScrollingপঞ্চাশের নিচে নামল করোনায় মৃত্যু

পঞ্চাশের নিচে নামল করোনায় মৃত্যু

অনলাইন ডেস্ক।।

সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৫৮।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র ও প্রাণঘাতী। মৃত্যুর সংখ্যা ৭ জুলাই প্রথমবার ২০০ ছাড়িয়ে যায়। এরপর ১৩ আগস্ট ২০০ থেকে নিচে নামে। গত কিছুদিন ধরে এ হার আরও নিম্নমুখী। এবার অর্ধশতের নিচে নামল।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ সব জানা যায়।

সেখানে বলা হয়, এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে।

এ দিকে ২৬ হাজার ৮৭৮ পরীক্ষায় ২ হাজার ৩২৫ জন রোগীর শরীর কভিড-১৯ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৬৫

সব মিলিয়ে দেড় বছরে দেশে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments