Sunday, April 28, 2024
HomeScrollingজান্তার বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা ছায়া সরকারের

জান্তার বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা ছায়া সরকারের

অনলাইন ডেস্ক।।

মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে ‘জন-প্রতিরক্ষা যুদ্ধ’ ঘোষণা করেছে দেশটির ছায়া সরকার।

মঙ্গলবার ফেইসবুক পোস্ট করা এক ভিডিওতে জাতীয় ঐক্যের সরকারের প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ ঘোষণা দেন। খবর: আল-জাজিরা’র।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের আত্মগোপনে যাওয়া মন্ত্রী-এমপিরা এই সরকার গঠন করে।

দুয়া লাশি বলেন, ‘জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব পালনে সামরিক জান্তার বিরুদ্ধে জন-প্রতিরক্ষা যুদ্ধ শুরু করেছে জাতীয় ঐক্যর সরকার।’

তিনি বলেন, ‘যেহেতু এটি গণ-বিপ্লব, সেজন্য মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসীদের শাসনের বিরুদ্ধে মিয়ানমারের সকল নাগরিক দেশের প্রতিটি প্রান্তে বিদ্রোহ করবে।’

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। এরপর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এনএলডি সরকারকে উৎখাতের ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে জান্তাবিরোধী বিক্ষোভ দমন করতে ৯৩৯ জনকে সেনাবাহিনীর সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ করেছে দ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস। এ ছাড়া ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments