Monday, December 9, 2024
HomeScrolling‘স্যার-ম্যাডাম’ ডাকার কোনো নীতি নেই: প্রতিমন্ত্রী

‘স্যার-ম্যাডাম’ ডাকার কোনো নীতি নেই: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে এমন কোনো নীতি নেই।

মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে তিনি এ সব কথা বলেন।

সেবা নিতে আসা জনগণের সঙ্গে ভালো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

সংলাপে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments