Wednesday, July 2, 2025
HomeScrollingবিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-১

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-১

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 

দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শুভ (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত মটরসাইকেল আরোহী শুভ পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট উপজেলার থিওট গ্রামের মোঃ সরফরাজ হোসেনের পুত্র।

(১ সেপ্টেম্বর) বুধবার রাত্রী পৌনে ৯টার সময় মোটর সাইকেল যোগে ফুলবাড়ী উপজেলা হতে জয়পুরহাট বাড়ি যাওয়ার পথে বিরামপুর- হিলি মহাসড়কের জোয়ালকামড়া নামক স্থানে আইসিটি স্কুলের নিকটে মহাসড়কে পৌছিলে হাকিমপুর উপজেলা হতে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুত গামী পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এসময় ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শুভকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলী হোসেন শাহ তাকে মৃত ঘোষণা করেন। ।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হাসপাতাল কর্তৃপক্ষ বিরামপুর থানায় সংবাদ দিলে অফিসার ও পুলিশফোর্সসহ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ ঘটনায় নিহত শুভ’র পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ পরিবারের মাঝে নিহতের লাশটি হস্তান্তর করে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments