Wednesday, July 2, 2025
Homeদিনাজপুরদিনাজপুর ইনস্টিটিউট এর নতুন সদস্যদের পরিচিতি সভায় বক্তরা দিনাজপুরে সামজিক আন্দোলনের সুতিকাগার...

দিনাজপুর ইনস্টিটিউট এর নতুন সদস্যদের পরিচিতি সভায় বক্তরা দিনাজপুরে সামজিক আন্দোলনের সুতিকাগার হলো ঐতিহ্যবাহী দিনাজপুর ইনস্টিটিউট

মোঃ নুর ইসলাম নয়ন।।

গত ২৮ আগষ্ট শনিবার দিনাজপুর ইনস্টিটিউট এর হলরুমে
দিনাজপুুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের নতুন সদস্যদের পরিচিতি
সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর ইনস্টিটিউটের সিনিয়র সহ-সভাপতি প্রফেসার আ.ন.ম
গোলাম রব্বানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সাধারণ
সম্পাদক আব্দুস সামাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনৈতিকবিদ
আবুল কালাম আজাদ। নতুন সদস্যদের পক্ষে বক্তব্য দেন আহম্মেদ নাইম কবির, সৈয়দ মনসুরুল
হোসেন ডাবলু, শাহ্ মোঃ রফিকুল ইসলাম, গবেষক জোবায়ের আলী জুয়েল, শহিদুর রহমান
পাটোয়ারী মহন ও মমতাজুর রহমান বাবলু দিনাজপুর ইনস্টিটিউটের নতুন আজীবন সদস্য ১৭
জন ও সাধারণ সদস্য ২৭ জনকে রজনীগন্ধা ফুল দিয়ে রবণ করেন ইনস্টিটিউটের নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আতাউর
রহমান আজাদ বাবলু, সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, কোষাধ্যক্ষ খন্দকার আরিফুজ্জামান
নাইম, আভান্তরীণ হিসাব রক্ষক অশোক কুন্ড, সাহিত্য ও সাংকৃতিক সম্পাদক সাইফুর
রহামান, নিবাহর্ী সদস্য শামসুল আনম অধ্যপক আমিনুল হক, সামসুজ্জামান চৌধুরী
বাবু, প্রকৌ মোঃ মহিউদ্দিন আলমগীর, রনজিৎ কুমার সিংহ, মোহাম্মদ নুরুজ্জামান
(জামান)। বক্তরা বলেন, দিনাজপুরে সামাজিক আন্দোলনের সুতিকাগার হলো ঐতিহ্যবাহী
দিনাজপুর ইনস্টিটিউট। সেই ইনিস্টিটিউটে যারা সদস্য পদ পেয়েছেন তাদের মনে রাখতে
হবে তাদের নাগরিক দায়িত্ববোধ আজ থেকে অনেক বেড়ে গেলো। আপনারা একেকজন এই
প্রতিষ্ঠানের গর্বিত সদস্য। দিনাজপুরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন অপনাদের দ্বারা
পূরণ হবে। শেষে নতুন সদস্যদের সম্মানার্থে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments