Monday, April 29, 2024
HomeScrollingশিশুর মাথায় গুলি করেছে ইসরায়েলি পুলিশ

শিশুর মাথায় গুলি করেছে ইসরায়েলি পুলিশ

অনলাইন ডেস্ক।।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বন্দুকের গুলিতে ১৩ বছরের একটি বালকসহ শনিবার ২৪ জন ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য দিয়েছে বার্তায় অ্যাসোসিয়েটেড প্রেসকে।

প্রতিবেদনে বলা হয়, শিশুটির মাথায় গুলি করা হয়। এ ছাড়া গাজা সীমান্তে ফিলিস্তিনিদের গুলির আঘাতে একজন ইসরায়েলি পুলিশ গুরুতরভাবে আহত হয়।

শনিবার হামাস আয়োজিত বিক্ষোভে শত শত ফিলিস্তিনি অংশগ্রহণের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। তাদের এলাকায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া কঠোর অবরোধের প্রতিবাদে এ বিক্ষোভ আয়োজন করা হয়।

কয়েক ডজন প্রতিবাদকারী সুরক্ষিত সীমান্ত বেড়ার দিকে অগ্রসর হলে বিক্ষোভ আরও সহিংস হয়ে ওঠে। ফিলিস্তিনিরা সেনাদের লক্ষ্য করে পাথর ও বিস্ফোরক নিক্ষেপ করছিল, আর এর পেছনে আগুনে পোড়া টায়ার থেকে গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ইসরায়েলি সূত্রে বলা হচ্ছে, একজন আধা সামরিক বাহিনীর সীমান্ত পুলিশ গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত মে মাসে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। যার জের ধরে ইসরায়েল ও হামাসের ১১ দিনের রক্তাক্ত যুদ্ধের রূপ নেয়। এ ঘটনায় ২৫৬ ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি নিহত হয়। এরপর একাধিকবার ইসরায়েলি হামলায় আহত হয়েছে ফিলিস্তিনিরা। আগস্টের প্রথম সপ্তাহেও গাজায় বিমান হামলা চালায় দখলদাররা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments