Sunday, May 19, 2024
HomeScrollingমিয়ানমারের বহুদলীয় নির্বাচন আয়োজনে ফের প্রতিশ্রুতি দিয়েছেন

মিয়ানমারের বহুদলীয় নির্বাচন আয়োজনে ফের প্রতিশ্রুতি দিয়েছেন

অনলাইন ডেস্ক।।

মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং বহুদলীয় নির্বাচন আয়োজনে ফের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কবে নাগাদ নির্বাচন দেবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের ছয় মাস পর রবিবার টেলিভিশনে ভাষণে নতুন প্রতিশ্রুতি দেন জান্তা প্রধান।

এ সময় আসিয়ান মনোনীত যেকোনো বিশেষ প্রতিনিধির সঙ্গে আলোচনায় প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ‘মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপসহ আসিয়ান কাঠামোর মধ্যে থেকে জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক জান্তা ও বিরোধীদের মধ্যে ক্ষেত্র তৈরিতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগের অংশ হিসেবে সোমবার বৈঠকে বসছেন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা।

মিয়ানমারে সবশেষ নির্বাচনে জয়ী করে অং সান সু চির দল ন্যাশনাল ডেমোক্রেটিক লিগ-এনএলডিকে সরিয়ে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল নেয় সেনাবাহিনী।

সামরিক জান্তার অভিযোগ, এই নির্বাচনে কারচুপি হয়েছে যদিও দেশটির নির্বাচন কমিশন সেনাবাহিনীর এই অভিযোগ নাকচ করে দিয়েছে।

সেনাবাহিনীর জোর করে ক্ষমতা দখলের প্রতিবাদে এরপর থেকেই বিক্ষুব্ধ আন্দোলন চলছে দেশটিতে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) হিসাবে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন ৯৩৯ জন। গ্রেপ্তার করা হয়েছে কমপক্ষে ৬ হাজার ৯৯০ জনকে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments