মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ৭৫০ গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার সকাল ১১টার দিকে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে সারিবদ্ধভাবে সামাজিক নিরাপদ দূরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: বদরুল আলম মোল্লা, যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মো: কবির হোসেন, সহকারী ব্যবস্থাপক মো: সেলিমসহ অনেকেই। যমুনা ব্যাংকের ব্যবস্থাপক মো: কবির হোসেন জানান, মাদারীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌর এলাকার গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৩ কেজি আলুসহ মোট ১৫ কেজির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যমুনা ব্যাংক দেশের যেকোন ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারগুলো।
মাদারীপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ৭৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on