Monday, April 29, 2024
HomeScrolling৩ চীনা নাগরিকসহ ৫ বিদেশিকে অপহরণ

৩ চীনা নাগরিকসহ ৫ বিদেশিকে অপহরণ

অনলাইন ডেস্ক।।

তিন চীনা নাগরিকসহ মোট পাঁচজন বিদেশি কর্মী মালিতে অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বাকি দুজনের বাড়ি মৌরিতানিয়ায়।

এএফপি জানিয়েছে, বন্দুকধারীরা কাওয়ালা শহর থেকে ৫৫ কিলোমিটার দূরের একটি কনস্ট্রাকশন সাইটে হামলা করে। এ সময় তারা পাঁচটি পিকআপ ব্যবহার করেছে।

মালি সেনাবাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অপহরণের শিকার হওয়া ব্যক্তিরা ওই অঞ্চলের রাস্তায় কাজ করছিলেন।

মৌরিতানিয়ার আল-আখবার নামক সংবাদ সংস্থা বলছে, বন্দুকধারীরা সেখানে থাকা সরঞ্জামাদি পুড়িয়ে দিয়েছে। সেখানে থাকা একটি তেলের ট্যাঙ্কিও পুড়িয়ে দেয় তারা। তারপর এই পাঁচজনকে তুলে নিয়ে যায়।

আল-কায়েদা ও আইএস সমর্থিত গ্রুপগুলোর দ্বারা সৃষ্ট সহিংসতা মোকাবেলা করতে মালি ২০১২ সাল থেকে হিমশিম খাচ্ছে। এসব গ্রুপ তাদের তৎপরতা বাড়িয়েছে।

খবরে বলা হচ্ছে, মালির বাইরে বুরকিনা ফাসো এবং নাইজারেও কর্মকাণ্ড রয়েছে তাদের।

সন্ত্রাসী গোষ্ঠীদের হামলায় হাজারো মানুষ মারা গেছেন। বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। অপহরণ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মালির নাগরিক কিংবা বিদেশি নাগরিক উভয়ই অপহরণের শিকার হচ্ছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments