Saturday, May 4, 2024
Homeজামালপুরজামালপুরে করোনা রোগীর চিকিৎসা সেবায় বিএনপির হেল্প সেন্টার চালু

জামালপুরে করোনা রোগীর চিকিৎসা সেবায় বিএনপির হেল্প সেন্টার চালু

জামালপুর সংবাদদাতা।। 

করোনা রোগীদের স্বাস্থ্য সেবায় জামালপুর জেলা বিএনপি কার্যালয়ে হেল্প সেন্টার চালু করেছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির করোনা রোগী চিকিৎসা পর্যবেক্ষন টিমের কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হেল্প সেন্টারের উদ্বোধন করেন।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এছাড়া জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, যুগ্মসম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, হেল্প সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, মাস্কসহ প্রয়োজনীয় ওষধপত্রের ব্যবস্থা থাকবে। ড্যাব জামালপুরের আহবায়ক ডা. আহম্মদ আলী আকন্দ বিএনপির জামালপুর হেল্প সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন। এছাড়া হেল্প সেন্টারে সার্বক্ষনিক তদারকি করবেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী ও সহ-দফতর সম্পাদক গাউছুল আজম শাহীন। করোনা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৮৬০২৮৫৯৫ অথবা ০১৭১২৫৬৪৩৭৭ যোগাযোগ করতেও বলা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments