Wednesday, July 2, 2025
HomeScrollingনিজের মহাকাশযানে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন রিচার্ড ব্র্যানসন

নিজের মহাকাশযানে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন রিচার্ড ব্র্যানসন

অনলাইন ডেস্ক।।

নিজের মহাকাশযানে ভ্রমণের পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ব্রিটিশ বিলিয়নিয়ার ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন। তাকে নিয়ে ভার্জিন গ্যালাকটিক নামের যান মহাকাশের দ্বারপ্রান্তে ভ্রমণ করে এবং যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোতে অবতরণ করেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, এক ঘণ্টাব্যাপী যাত্রায় ইউনিটি-২২ নামের মহাকাশযানটি ঘণ্টায় তিন হাজার কিলোমিটারেরও বেশি গতি উড়ে যায়।

এ সময় কয়েক মিনিট ধরে রকেটের ছয় যাত্রী ভর শূন্যতার অভিজ্ঞতা অর্জন করেন।

ব্র্যানসন বলেছেন, এই পরীক্ষামূলক ফ্লাইটের ভেতর দিয়ে মহাকাশে পর্যটনের নতুন এক যুগের সূচনা হবে।

আগামী বছর বাণিজ্যিকভাবে এই এ ধরনের পর্যটন শুরুর কথা রয়েছে। তবে মহাশূন্যে যারা বেড়াতে যেতে চাইবেন তাদের বেশ টাকা-পয়সা থাকতে হবে। মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকিটের ব্যয় পড়বে আড়াই লাখ ডলার।

তবে মহাশূন্যে অভিযানের এই পথটি রিচার্ড ব্র্যানসনের জন্য সহজ ছিল না। তিনি ২০০৪ সাল থেকে মহাশূন্যে বাণিজ্যিক ভ্রমণ চালু করার চেষ্টা চালিয়ে আসছেন। কথা ছিল ২০০৭ সালেই এই ভ্রমণ চালু হবে, কিন্তু রকেটে প্রাণঘাতী এক বিস্ফোরণের পর উদ্যোগটি মাঝপথে থেমে যায়।

ছেলেবেলা থেকেই মহাকাশ ভ্রমণের শখ আমার ছিল— উল্লেখ করে ব্র্যানসন বলেন, “আমি আশা করছি আগামী ১০০ বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মহাশূন্যে সফর করতে পারবেন।”

ব্র্যানসনের ৯ দিন পরই মহাকাশে যাচ্ছেন আরেকজন বিলিয়নিয়ার উদ্যোক্তা আমাজনের মালিক জেফ বেজোস। আগামী ২০ জুলাই নিজের ‘ব্লু অরিজিন’ কোম্পানির বাহন ‘নিউ শেপার্ড’-এ করে যাবেন তিনি। সঙ্গে থাকবেন ছোট ভাই তার ভাই মার্কসহ আরও একজন।

অনলাইনে নিলামের মাধ্যমে টিকিট পেয়েছেন ওই ব্যক্তি, যার নাম এখনো প্রকাশ করা হয়নি। টিকিটের দাম পড়েছে ২৩৮ কোটি টাকার কিছু বেশি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments