Friday, May 3, 2024
Homeজাতীয়প্রধানমন্ত্রী পাঠালেন আম, আনারস পাঠাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী পাঠালেন আম, আনারস পাঠাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক |

ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে হাড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাঠানো আম এরই মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। আম পেয়ে বঙ্গবন্ধু কন্যার জন্য ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস পাঠানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সোমবার (৫ জুলাই) ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার (৫ জুলাই) সকালে ৩০০ কেজি আম আখাউড়া সীমান্তে পৌঁছালে সীমান্তের জিরো পয়েন্টে তা গ্রহণ করেন ভারতের ত্রিপুরা রাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন।

ওইদিন বিকেলে সহকারী হাইকমিশনার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আম হস্তান্তর করেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীকে উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব ত্রিপুরার প্রসিদ্ধ কুইন ভ্যারাইটি আনারস প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠানোর ঘোষণা দেন।

এ সময় সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments