Tuesday, July 1, 2025
HomeScrollingমন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন সোমবার থেকে বন্ধ গণপরিবহন, শপিংমল, মার্কেট

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন সোমবার থেকে বন্ধ গণপরিবহন, শপিংমল, মার্কেট

অনলাইন ডেস্ক |

সোমবার থেকে গণপরিবহন, শপিংমল, মার্কেট বন্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয় সোমবার সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এসব বিধিনিষেধ জারি থাকবে।

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে আগামী ১ জুলাই থেকে সারাদেশে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউনের’ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এ সময় থেকে গণপরিবহন বন্ধ থাকলেও সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়।

শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।  এর আগে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারি করবে। সরকারি-বেসরকারি অফিসে প্রয়োজনীয় কর্মর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবার হোটেলগুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু খাবার বিক্রি করতে পারবে।

মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনসাধরণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে প্রচার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, আপাতত সাত দিনের জন্য কঠোর এই বিধিনিষেধ পালন করা হবে। পরে প্রয়োজন হলে বাড়ানো হবে। এবার এই সিদ্ধান্ত কঠোরভাবে পালনের জন্য পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকতে পারে।

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও আট দফা বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়।

সোমবার থেকে কঠোর লকডাউন কার্যকর হতে পারে এমন খবরে শনিবার থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়তে শুরু করে।

এর আগে বৃহস্পতিবার করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের এ সুপারিশ করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments