Friday, July 4, 2025
HomeScrollingটিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

অনলাইন ডেস্ক |

নভেল করোনাভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

মঙ্গলবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নশীল দেশগুলোকে করোনাভাইরাসের টিকা কিনতে সহযোগিতা করার জন্য গত ডিসেম্বরে এডিবি ৯০০ কোটি ডলারের যে ‘এশিয়া-প্যাসিফিক ভ্যাকসিন একসেস ফ্যাসিলিটি, চালু করেছিল, তার আওতায় এই অর্থ পাবে বাংলাদেশ।

বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ সাত হাজার ৯৪৫ কোটি টাকা।

গত এপ্রিলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় এডিবি এই ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিল। করোনাভাইরাসের টিকা কিনতে ঋণ হিসেবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সহায়তা।

ঋণের এই ৯৪ কোটি ডলারের অর্ধেক, অর্থাৎ ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। বাকি ৪৭ কোটি ডলারের জন্য সুদের হার ঠিক হয়েছে আলোচনার ভিত্তিতে, তবে সেই হার কত তা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

এর আগে গত ১৮ জুন বাংলাদেশ সরকারের জন্য ২৫০ মিলিয়ন ডলার পলিসি-ভিত্তিক লোনের অনুমোদন করে এডিবি।

সামাজিক স্থিতিস্থাপকতা প্রোগ্রামের আওতায় এই ঋণ দেয়ার ঘোষণা আসে।

বিবৃতিতে বলা হয়, গত দুই দশকে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০০০ সাল থেকে দরিদ্রের হার ৪৮.৯ শতাংশ থেকে কমে ২০.৫ শতাংশে নেমেছে। তবু কিছু মানুষ চরম দারিদ্র্যসীমার আছেন। করোনা তাদের ওপর আরও প্রভাব ফেলেছে। এই সব মানুষের জীবনমান পরিবর্তনে সাহায্য করবে ওই ঋণ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments