Sunday, May 5, 2024
HomeScrollingরানের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পেয়েছে...

রানের দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবও পেয়েছে সহজ জয়। নুরুল হাসানরা ১৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে।

অনলাইন ডেস্ক |

টিভির পর্দায় ফরাসি তারকা পল পগবাকে কামড় দিতে দেখা গেলেও জার্মান ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার সেটি অস্বীকার করেছেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্স-জার্মানি ম্যাচে প্রথমার্ধের শেষ দিকের ঘটনা ছিল সেটি। দেখা যায় পগবার পিঠে দাঁত বসানোর চেষ্টা করছেন জার্মান ডিফেন্ডার। সঙ্গে সঙ্গেই রেফারির দৃষ্টি কাড়ার চেষ্টা করেন পগবা।

যদিও তার অভিযোগ আমলে নেননি রেফারি। এমনকি ভিএআরেও যাচাই করা হয়নি।

ম্যাচ শেষে কামড় প্রসঙ্গে রুডিগার বলেন, ‘আমার মুখ তার পিঠের কাছে আনা উচিত হয়নি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা দুর্ভাগ্যজনকভাবে হয়েছে। তার (পগবার) সঙ্গেও আমার কথা হয়েছে, সেও মনে করে এটা কামড় নয়।’

‘যদিও অনেক দর্শক প্রথমে মনে করেছিল এমন কিছু। এমনকি ম্যাচের মধ্যেও রেফারি আমাকে বলেছে যদি তার কাছে মনে হতো এটা হিংস্র আচরণ তাহলে তিনি আমাকে শাস্তি দিতেন।’

ম্যাচ শেষে পগবাও সব ভুলে যাওয়ার কথা বলছেন, ‘আমরা দুইজনে একে অপরকে অনেকদিন ধরেই চিনি এবং আমরা বন্ধু। আমার মনে হয় ও আমায় সামান্য কামড় দেয়। আমি তা অনুভব করি এবং রেফারিকে সেই বিষয়ে জানাই। ওই ঘটনার জন্য ওর কোনরকম শাস্তি চাই না আমি।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments