এদিকে শওকত আলীর মৃত্যুর গুঞ্জন ছড়ালেও মূলত মারা গেছেন মোস্তাফিজুর রহমান নামের আরেক কৌতুক অভিনেতা। তার বাড়ি জয়পুর হাটে। হারুন কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। কয়েকটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী।
তিনি জানান, ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ। তিনি ছিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সারাপাড়া গ্রামের বাসিন্দা।