Monday, April 29, 2024
HomeScrollingব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের সায় সুপ্রিম কোর্টের

ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের সায় সুপ্রিম কোর্টের

অনলাইন ডেস্ক |

করোনার ভেতর ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের যে বিরোধিতা করা হচ্ছিল, সেটি খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

রবিবার থেকে ব্রাজিলে শুরু হবে ১০ জাতির এই ফুটবল টুর্নামেন্ট। মাঠে দর্শকদের প্রবেশ করতে দেয়া হবে না।

কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন এবং করোনায় আর্জেন্টিনার অনিচ্ছার কারণে আসরটি হঠাৎ করে ব্রাজিলে চলে আসে। তারপর দেশটির স্বাস্থ্যকর্মীরা এর বিরোধিতা করেন।

রয়টার্স জানিয়েছে, খেলা বন্ধের যে তিনটি আপিল করা হয়েছিল, বৃহস্পতিবার তার দুটি খারিজ করে দিয়েছেন আদালত।

খুব অল্প সময়ের ব্যবধানে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট আয়োজনের ভার পড়ল ব্রাজিলের ওপর। সেখানেও করোনার সংক্রমণের ভয়াবহতা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে কোপাকে দুঃসংবাদ দিয়েছে মাস্টারকার্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের বহুমুখী আর্থিক এ প্রতিষ্ঠান অস্থায়ীভাবে কোপা আমেরিকা থেকে নিজেদের ব্র্যান্ডিং তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।কোপা আমেরিকায় স্পনসরশিপ ‘চালু না করা’র বিষয়টি জানিয়েছে এই প্রতিষ্ঠান। ১৯৯২ সাল থেকে কোপা আমেরিকার স্পন্সর মাস্টারকার্ড।

উদ্বোধনী ম্যাচ হবে গারিঞ্চা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে ১৪ জুন রাত তিনটায় প্রথম ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও ভেনিজুয়েলা। ১১ জুলাই ফাইনাল হবে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে।

গতবার এই মাঠেই পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক সেলেসাওরা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments