Monday, April 29, 2024
HomeScrollingঅমুসলিম বাংলাদেশি-পাকিস্তানিদের থেকে নাগরিকত্বের আবেদন চাইছে ভারত

অমুসলিম বাংলাদেশি-পাকিস্তানিদের থেকে নাগরিকত্বের আবেদন চাইছে ভারত

বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে যেসব অমুসলিম ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্বের আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার থেকে ১৩টি জেলার হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধদের নাগরিকত্বের আবেদন জমা দিতে বলা হয়েছে। জেলাগুলো গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা এবং পাঞ্জাবের হতে হবে।

ভারত সরকারের নতুন আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে গেছেন তারা আবেদন করতে পারবেন।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়। এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অ-মুসলিম উদ্বাস্তুরা ভারতে এসেছেন, তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও তা শীঘ্রই রূপায়ণ করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় শীঘ্রই এই নির্দেশিকা কার্যকর করতে হবে। যদিও এখনও পর্যন্ত ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা সম্ভব হয়নি।

বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও একই কাজ করতে চেয়েছিল। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর অবস্থানের কারণে সেটি সম্ভব হয়নি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments